চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চান্দগাঁওয়ে ট্রাক থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরী চান্দগাঁও থানা এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় কালুরঘাট বেতার কেন্দ্রের বিপরীত পাশে কাপ্তাইগামী বাস স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউপির মৃত ইসহাক আহম্মদের ছেলে মো. বেলাল উদ্দীন ওরফে গুরা মিয়া (২৭), একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে নুরুল আবছার (২৮) ও মৃত মোজাফ্ফর আহাম্মদের ছেলে আমির হোসেন (৩৩)

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতার উদ্দীন। তিনি জানান, গতকাল রাতে দেড়টায় কালুরঘাট বেতার কেন্দ্রের বিপরীত পাশে কাপ্তাইগামী বাস স্টেশনের সামনে একটি মিনি ট্রাককে থামার সংকেত দেয়া হয়। পরে ট্রাকটি থেকে ১৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট