দু’দিন আগে চলতি বছরের শেষদিকে নির্বাচনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরমধ্যে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আটঘাট বেধে নেমেছে নির্বাচন কমিশন। সময় চূড়ান্ত না হলেও আসন্ন নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এরমধ্যে চট্টগ্রামের ১৬ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ১৬ আসনের অন্তত ১০ টি আসনের প্রতিনিধিত্ব নিজেদের দখলে নিতে চায় দলটি।
এসব আসনে শীর্ষ নেতাদের মধ্যে মনোনয়ন পেয়েছেন নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার। তবে বাদ পড়েছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির আ. ন. ম শামসুল ইসলাম ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। এরমধ্যে আ. ন. ম শামসুল ইসলামের আসন সাতকানিয়া লোহাগাড়ায় মনোনয়ন পেয়েছেন নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। আর মোরশেদুল ইসলাম চৌধুরীর আসন হাটহাজারীতে মনোনয়ন পেয়েছেন অনেকটা অপরিচিত মুখ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
প্রার্থী চূড়ান্তের বিষয়ে দলটির নেতারা জানান, গেল ৫ ফেব্রুয়ারী রাজধানী ঢাকায় দলটির সংসদীয় বোর্ড এক সভায় চট্টগ্রামের আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করেছেন। ওইদিনই মনোনয়নের বিষয়টি প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে। এরমধ্যেই নির্বাচন ঘিরে কাজ শুরু করেছেন তারা।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের এক শীর্ষ নেতা জানান, মহানগরীর মধ্যে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী- বাকলিয়া) আসনে ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর) আসনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে শফিউল আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। উত্তর চট্টগ্রামের আসনগুলোর মধ্যে চট্টগ্রাম-১ আসনে (মীরসরাই) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম-৪ (সীতাকু-) আসনে চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শাহজাহান মঞ্জুর এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে অধ্যক্ষ আমিরুজ্জামানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রামের দক্ষিণ জেলার মধ্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ডা. শাহাদাৎ হোসাইন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে দলটির সংসদীয় বোর্ডের সভার বিষয়ে বললেও প্রার্থী মনোনয়নের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী খুবই শৃঙ্খলিত একটি সংগঠন। সংগঠনের কেন্দ্রীয় নেতারা মুখ খোলার আগে আমরা কোনো মন্তব্য করলে সেটা হবে আমানতের খেয়ানত। তবে হ্যা, গত ৫ ফেব্রুয়ারি সংসদীয় বোর্ডের সভা হয়েছিল।’
অনেকটা একই কথা বলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান হেলালী। তিনি বলেন, ‘দলের সংসদীয় বোর্ড বসেছিল এটা নিয়ে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। চলতি সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।’
তবে চট্টগ্রামের সবকটি আসনে প্রার্থী চূড়ান্তের বিষয়টি স্বীকার করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার। তিনি বলেন, ‘চট্টগ্রামের সব আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। দলের সংসদীয় বোর্ড এগুলো চূড়ান্ত করেছে।’
নির্বাচন ঘিরে প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জামায়াত একটি জনমুখী রাজনৈতিক দল। তাই নির্বাচন ঘিরে কার্যক্রম থাকা স্বাভাবিক। এরমধ্যে আবার যেহেতু প্রার্থীও নির্ধারণ হয়েছে, তাই আমরা স্বাভাবিকভাবে নির্বাচন ঘিরে কাজ করছি।
পূর্বকোণ/পিআর