চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে পাঁচ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে পরিবেশ অমান্য করে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে পাঁচটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের পশ্চিমে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

 

ইউএনও এবিএম মশিউজ্জামান জানান, ইটভাটায় জ্বালানি কাঠের ব্যবহার করায় এবং পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স হালনাগাদ না থাকার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় মেসার্স কাদেরিয়া ব্রিকসকে (৫৫৫) দুই লাখ, মেসার্স কর্ণফুলি ব্রিকসকে দুই লাখ, মেসার্স গোল্ডেন ব্রিকসকে পঞ্চাশ হাজার, মেসার্স সাঈদ আহম্মদ ব্রিকসকে এক লাখ এবং মেসার্স ন্যাশনাল ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকাসহ মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযান পরিচালনার সময় চট্টগ্রাম জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌস, হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম, আনসার সদস্যসহ মির্জাপুর ইউপির সরকারহাটস্থ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা।

 

পূর্বেকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট