চট্টলদরদী মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় শোকরানা মাহফিল করেছে পূর্বকোণ পরিবার।
শুক্রবার বাদ আসর পূর্বকোণ সেন্টারের ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে এই শোকরানা মাহফিলের আয়োজন করা হয়। দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও নির্বাহী পরিচালক জাসির চৌধুরী এতে অংশ নেন।
এ সময় জসিম উদ্দিন চৌধুরী বলেন, অসম্ভব পরিশ্রমী মানুষ ছিলেন বাবা। সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত তাকে টানা কাজ করতে দেখেছি। নিরলস পরিশ্রম, নৈতিকতার কঠোর অনুশীলন, চট্টগ্রামের মানুষের প্রতি নিখাদ ভালোবাসা, তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। বাবার এই সফলতার পেছনে মায়ের অবদানও কম নয়। মা নিজে রান্না করে বাবার জন্য অফিসে খাবার পাঠাতেন। বাবার সব কাজে সাহস-সমর্থন যোগাতেন।
তিনি বলেন, কোনো কিছুর আশায় ইউসুফ চৌধুরী সমাজসেবায় আত্মনিয়োগ করেননি। তবে আমার স্বপ্ন ছিলো বাবার জন্য কিছু করবো। চট্টগ্রামের জন্য তার অসামান্য অবদান তরুণদের সামনে তুলে ধরবো। সেই চিন্তা থেকেই এবার পরিবারের পক্ষ থেকে একুশে পদকের জন্য আবেদন করা হয়। এই কাজে সবার অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা পেয়েছি। বাবা একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন। এটি আমাদের জন্য অনেক বড় পাওনা।
‘সম্পূর্ণ মানুষ’ মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে একুশে পদকের জন্য মনোনীত করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান দি পূর্বকোণ লিমিটেডের নির্বাহী পরিচালক জাসির চৌধুরী। তিনি বলেন, দাদার এই অর্জনে আমরা খুবই আনন্দিত। দাদার এই অর্জনের পেছনে পূর্বকোণ পরিবারসহ যাদের অবদান রয়েছে- তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।
মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী আধুনিক সংবাদপত্রের পথিকৃৎ ছিলেন উল্লেখ করে দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান বলেন, কাজের প্রতি খুবই আন্তরিক ছিলেন ইউসুফ চৌধুরী। পত্রিকার প্রতিটি বিষয়, প্রতিটি কর্মীর খোঁজ রাখতেন তিনি। মেধাবীদের খুব বেশি মূল্যায়ন করতেন। চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা তুলে আনা এবং তা সরকারের নজরে আনতে তার ব্যতিক্রমী উদ্যোগ সব সংবাদপত্রের জন্য অনুকরণীয়।
শোকরানা মাহফিলে মোহাম্মদ ইউসুফ চৌধুরী, তার সহধর্মিণী জোহরা বেগম, জ্যেষ্ঠ সন্তান ও দৈনিক পূর্বকোণের প্রাক্তন সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক মিহরাজ রায়হান। মোনাজাতে দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীর দীর্ঘায়ু কামনা করা হয়।
শোকরানা মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক হাসনাত মোর্শেদ, চিফ রিপোর্টার সাইফুল আলম, জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল মোজাম্মেল জিলানী, চিফ একাউন্টস অফিসার মোহাম্মদ মারুফ, সার্কুলেশন ম্যানেজার তাপস কুমার নন্দী, নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ আলীসহ পূর্বকোণ পরিবারের সদস্যরা।
পূর্বকোণ/জেইউ/পারভেজ