অমর একুশে বইমেলা চট্টগ্রাম২০২৫ এর ৭ম দিনে ‘আলোকিত সমাজ গঠনে লেখক-নাট্যকারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা আজ ৭ ফেব্রুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম চত্বরে অভীক ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচকের বক্তৃতায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্যকার, লেখক রবিউল আলম বলেন, বই মানুষকে পরিশুদ্ধ করে তুলে। একটা ভালো বই সমাজকে পরিবর্তন করতে সহায়তা করে। আবার সামাজিক জীবনে একটা নাটক মানুষের মন দারুণভাবে নাড়া দিতে সক্ষম। একজন নাট্যকার একটা নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে ধরতে পারেন।
আলেচকের বক্তব্যে দৈনিক কালের কণ্ঠ চট্টগ্রাম ব্যুরো চীফ মোস্তফা নঈম বলেন, লেখক-নাট্যকার সমাজের অন্ধকার ও আলোর দিকগুলো তুলে ধরতে সক্ষম।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহ সভাপতি, লেখক মিজানুর রহমান শামিম আলোচনায় বলেন, সমাজকে কলুষিত করার হাত থেকে মুক্ত করতে ভারতীয় সিরিয়ালগুলো বন্ধ করে দেয়া উচিৎ। আমাদের বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতিকে তুলে ধরতে আমাদের লেখনি ও নাটকগুলো গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।
সভাপতির বক্তব্যে লেখক ও নাট্যকার অভীক ওসমান বলেন, ভাষা আন্দোলনের সূচনা চট্টগ্রামের মাহবুবুল আলম চৌধুরীর ‘কাঁদতে আসিনি ফাঁসীর দাবি নিয়ে এসেছি’ কবিতা দিয়ে হয়েছে। আগামীর তরুণ প্রজন্মকে এই ইতিহাস মনে রাখতে হবে। একজন লেখক বা কবি মানুষের মনে দ্রোহের আগুন জ্বালিয়ে দিতে পারে।
আজকে প্রথম পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে হাতেখড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মোগলটুলি খান বাহাদুর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং
হালিশহর গ্রার্হস্থ্য কলেজের শিক্ষার্থীরা। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন দেশের অন্যতম শিল্পী আবদুল মান্নান রানা, ফাহমিদা রহমান, ফরিদ বঙ্গবাসী, এস.বি সুমি।
প্রথম পর্ব পরিচালনা করেন পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সিদ্ধার্থ, কর দ্বিতীয় পর্ব পরিচালনা করেন আবৃত্তিশিল্পী নাহিদা নাজু।
আগামীকাল বিকাল ৫ টায় আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা চট্টগ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত এম.এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. রমিজউদ্দীন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। স্বাগত বক্তব্য রাখবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।
পূর্বকোণ/রাজীব/পারভেজ