চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

সন্দ্বীপে ট্রাকচাপায় ‘টমটম’ চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, সন্দ্বীপ

৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:১৬ অপরাহ্ণ

সন্দ্বীপে চরকাটা মাটিভর্তি ট্রাকের চাপায় এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম মো. সাইফুল ইসলাম (৫২)। তিনি গাছুয়া এক নম্বর ওয়ার্ডের হাইন্দার বাড়ির মো. আবু বকর সিদ্দিকের পুত্র।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে গাছুয়া ইউনিয়নের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সাইফুল ইসলাম টমটম চালিয়ে তার ফার্মের মুরগী ডেলিভারি দিয়ে বাড়ি ফিরছিলেন। আসার পথে গাছুয়া ইউনিয়নের ঘাট মাঝির হাট সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি চরকাটা মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন সাইফুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় গাছুয়া সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, ট্রাকে করে গাছুয়া ইউনিয়নের পূর্ব পাশ থেকে অবৈধভাবে কাটা চরের মাটি পরিবহন করা হচ্ছিল। চাপা দেওয়ার পর ট্রাকের চালক সুমন ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটির মালিক স্থানীয় নেতা শিমুল।

সন্দ্বীপ থানার পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ট্রাকচাপায় একজনের মৃত্যুর ঘটনার সংবাদ পেয়েছি। লাশ থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আমরা মামলা নিব।

উল্লেখ্য, সন্দ্বীপে অবৈধভাবে চরকাটা মাটি পরিবহন করা ট্রাকচাপায় গত সপ্তাহে আরেক প্রবাসীর মৃত্যু হয়। এসব ট্রাকে প্রতিদিনই দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে ট্রাকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় নি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট