চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে জাফর আহমদ চেয়ারম্যান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাফর পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদরঘাট থানায় সদরঘাট থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলা রয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে দাযের করা মামলায় জাফর আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর