চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

ওল্ড ফৌজিয়ানসদের তিনদিনব্যাপী বর্ণাঢ্য পুনর্মিলনী শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:১০ পূর্বাহ্ণ

ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিনদিনব্যাপী বর্ণাঢ্য ‘পুনর্মিলনী ২০২৫’ উদযাপন আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এই কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওল্ড ফৌজিয়ানস এসোসিয়েশন (ওফা)’ আয়োজিত প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান চলবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রাঙ্গণে।

অনুষ্ঠানে প্রথমদিনে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি কলেজ প্রাঙ্গণে স্মৃতিস্থাপনা ‘একাত্তরের ফৌজিয়ান’ চত্তরে পুষ্পস্তবক অর্পণ করে ফৌজিয়ান মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবার সদস্যদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
আয়োজনের দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে রিইউনিয়ন প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন করে বক্তব্য রাখবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আরও উপস্থিত থাকবেন ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং এডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মাসুদুর রহমান।

প্রথম দুইদিনের আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাবেন কলেজ অধ্যক্ষ মিসেস মাহিনুর আক্তার, প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওল্ড ফৌজিয়ানস এসোসিয়েশনের (ওফা) চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) আবদুল মতিন এবং অন্যান্য ওফা নেতৃবৃন্দ।
তৃতীয় দিনের পুনর্মিলনীর বর্ণাঢ্য আয়োজনে যোগ দিবেন বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রাক্তন ফৌজিয়ানরা। স্মৃতিমধুর, আবেগঘন ও উৎসবমুখর এই আয়োজনে থাকছে বিধিধ খেলাধুলা, মিনাবাজার এবং ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের পাশাপাশি দেশের খ্যাতনামা শিল্পী ও ব্যান্ডের অংশগ্রহণে মনোগ্রাহী সাংস্কৃতিক পর্ব। পরদিন শনিবার দুপুরে ঐতিহ্যবাহী মেজবান ও র‌্যাফেল ড্রয়ের মধ্যে দিয়ে শেষ হবে ওফা’র পুনর্মিলনী আয়োজনের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট