চার দফা দাবিতে প্রাইমমুভার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা-নেওয়ার জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে কর্মবিরতিতে যান প্রাইমমুভার শ্রমিকরা।
এর আগে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের সিকিউরিটি গার্ডদের সঙ্গে চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাক চালকরা পার্কে হামলা চালায়। পরে জেলা প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাইমমুভার শ্রমিকদের মারধরের ঘটনায় মঙ্গলবার রাত ১০ টার দিকে নগরীর কাস্টমস ও সল্টগোলা এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেয় শত শত ট্রাক, প্রাইমমুভার ও লরি চালক। ফলে রাস্তার দুপাশেই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী গিয়ে অবরোধকারীদের সঙ্গে বৈঠক করেন। এরপর ভোর ৪টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে গেলে আবারও যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু বুধবার সকাল গড়াতেই তারা আবার চার দফা কর্মসূচি দিয়ে রাস্তা অবরোধ করেন।
শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে বিএম ডিপোর এক প্রাইমুভার চালক ও সহকারীদের মারধর করে পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। পরে শ্রমিকরা এর প্রতিবাদ করলে তাদের কয়েকজন শ্রমিককে আটকে রাখা হয়। যারা হামলা করেছে তাদের বিচার করতে হবে। না হয় তারা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং চট্টগ্রাম বন্দরে কোনো গাড়ি ঢুকতে দেবেন না।
পূর্বকোণ/আরআর/পারভেজ