তরুণ প্রজন্মের হাতেই আমাদের প্রিয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তরুণরাই পারে অন্ধকার তাড়িয়ে আলো এনে দিতে। তরুণরাই পারে শেকল ভেঙ্গে বিজয়ের গান গাইতে। আজকে এতোগুলো তরুণ শিক্ষার্থী জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকার মিছিল করে বুঝিয়ে দিলো আগামীর বাংলাদেশ এই তারুণ্যের হাত ধরেই এগিয়ে যাবে। বৈষম্যহীন সমাজ বিনির্মানে তরুণরাই গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করবে।
আজ ৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা চট্টগ্রাম এর ৫ম দিনের তারুণ্যের উৎসব- তারুণ্যের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এর সভাপতি ও অমর একুশে বইমেলা চট্টগ্রাম এর সদস্য সচিব মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী মিশফাক রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহ সভাপতি ছড়াকার মিজানুর রহমান শামিম, সহ সম্পাদক সম্পাদক ড. সৌরভ শাখাওয়াত, বইমেলা কমিটির সমন্বয়ক হারুনুর রশীদ মামুন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের যোদ্ধা সাজ্জাদ হোসেন, ছাত্রনেতা বেলাল হোসেন, ছাত্রনেতা ফয়সাল রায়হান, মিজানুর রহমান প্রমুখ।
এর পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন স্কুও ও কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবশনায় অংশগ্রহণ করেন এবং সন্ধ্যার পর আমন্ত্রিত শিল্পীবৃন্দ সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
পূর্বকোণ/রাজীব/পারভেজ