চট্টগ্রামে চান্দগাঁও থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- পূর্ব ষোলশহরের মওদা বাপের বাড়ির মো. নাসির উদ্দিন (৪৫), চান্দগাঁও খাজা রোড বাদামতল এলাকার নিউ বিসমিল্লাহ মোটর এন্ড অটো পার্টস এর মালিক আসিফুর রহমান ফাহিম (২৭), এক কিলোমিটার মুহুরী বাড়ির ইমতিয়াজ হোসেন প্রকাশ ইফতি (২৮), শিকলবাহা আদর্শপাড়ার মরিচ বেপারীর বাড়ির মো. শহিদুল ইসলাম (৩০)।
তবে গ্রেপ্তার নিউ বিসমিল্লাহ মোটর এন্ড অটো পার্টস এর মালিক আসিফুর রহমান ফাহিম (২৭) ছাত্রলীগ করে নাই বলে অভিযোগ করে তার ছোট ভাই হাসান বাবু জানিয়েছেন, আমার বড় ভাই একজন ছোট ব্যবসায়ী । তাকে গতকাল বুধবার রাত ১১টার দিকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আজ সকালে দেখলাম তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের চান্দগাঁও থানার গত বছর ১০ সেপ্টেম্বর দায়ের করা একটা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ