চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ই পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ভোলা জেলার লালমোহন থানার মো. মিজানের ছেলে মো. মিরাজ (১৯) ও কক্সবাজারের উখিয়া থানার মরিচা পাগলির বিল এলাকার মো. আকাশের ছেলে মো. রাকিব (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন। তিনি জানান, সকালে বহদ্দারহাট বাড়ই পাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।
পূর্বকোণ/পিআর/পারভেজ