চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

বাকলিয়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক আহ্বায়ক হাজি নবাব খানের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিলটি বাকলিয়ার তোলাতুলি থেকে শুরু হয়ে ময়দারমিল, আলিষ্টোর বিল্ডিং, বাদামতল, মিয়া খান সৌদাগর এলাকা অতিক্রম করে নয়ামসজিদ এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইলিয়াস মিয়া, নেজামউদ্দীন, ফারুক, রাকিবুল হাসান, আব্দুল বারেক, তাহের জামান, বেলাল, গফুর মেম্বার, ইয়াকুব খান, আইয়ুব খান, নুরুদ্দিন খান, হসরু, আলমগীর, রশিদ, ইউনুস সোহাগ, সুমন, রশিদ, জনি প্রমুখ।

 

বক্তারা আওয়ামী লীগের লিফলেট বিতরণের নিন্দা জানিয়ে বলেন, সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জনগণ আজ সোচ্চার। তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট