চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনের ৬ দিন আগে পদত্যাগ করেছেন মুখ্য নির্বাচনী কর্মকর্তাসহ সকল কর্মকর্তা। ফলে, আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে না। মূলত আওয়ামী এবং বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।
এদিকে এমন পরিস্থিতিতে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ সভায় অ্যাডহক কমিটি গঠনের পথে হাঁটছে সমিতি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়ে এ তথ্য জানান নির্বাচনী কর্মকর্তারা। চিঠিতে মুখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান, নির্বাচনী কর্মকর্তা উত্তম কুমার দত্ত, তারিক আহমদ, সাম্যশ্রী বড়ুয়া এবং মো. নুরুদ্দিন আরিফ চোধুরীর স্বাক্ষর রয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ