বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জামায়াত আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিবাদী হাসিনার প্রেতাত্মারা যদি বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। চাদাঁবাজ, ছিনতাই ও টেন্ডারবাজের বিরুদ্ধে জামায়াতের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। কোন চাঁদাবাজ ছিনতাইকারীকে বহদ্দারহাটসহ চট্টগ্রাম মহানগরীতে সহ্য করা হবে না। যেখানে চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ, যেখানে ছিনতাই সেখানেই প্রতিরোধ, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। বহদ্দারহাট ব্যবসায়ীদের চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহবান জানান। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে নেতৃবৃন্দ বলেন জামায়াতে ইসলামী অত্র এলাকায় শান্তি শৃংখলা রক্ষায় পুলিশের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার( ৪ ফেব্রুয়ারি) বিকালে ৪ নম্বর চান্দঁগাও ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎরতা রোধ, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৪ নম্বর চান্দঁগাও প্রশাসনিক ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আজিজ শোয়াইবের সঞ্চলনায়, চান্দগাঁও থানা সহকারী সেক্রেটারি ও ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের আমীর মো. ওমর গনির সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি বহদ্দারহাটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্সের বিপরীতে এক সমাবেশ মিলিত হয়।
পূর্বকোণ/পারভেজ