চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ছিনতাইকারী গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- চান্দগাঁও থানার জানে আলী রেলস্টেশন এলাকার মো. আনোয়ারের ছেলে মো. আরিফ (২০), একই এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে মো. সুমন (৩০), মো. সেলিমের ছেলে মো. রুবেল প্রকাশ রবিন (২৭) ও ভোলার লালমোহন থানার চরভূতার কালু মিয়ার ছেলে জাকির হোসেন (২৮)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতার উদ্দীন জানান, চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ