শতকোটি টাকার ৭৪ গাড়ির আমদানিকারক চট্টগ্রাম বন্দর থেকে ১০/১৫ বছরেও খালাস করেনি। এদিকে গাড়িগুলো খালাসে কাস্টমস কর্তৃপক্ষ গণবিজ্ঞপ্তি দিলেও সারা মেলেনি। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থেকে গাড়িগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে।
এতে ব্যবহার অনুপযোগী হওয়ায় ওই গাড়িগুলো ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রিপোর্টে ধ্বংসের সুপারিশ করা হয়। এরই প্রেক্ষিতে গত বছরের জুনে ওই ৭৪ গাড়ি কেটে লোহার স্ক্র্যাপ হিসেবে ধ্বংস করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
এবার সেই স্ক্র্যাপ লোহাগুলোই টন হিসেবে বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশ্যে নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সংস্থাটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- কাস্টমস অকশন শেডে বুধবার দুপুর ১২টায় ৫৮টি লটের বিপরীতে ৭৪টি গাড়ির ধ্বংসাবশেষ হতে প্রাপ্ত লোহার স্ক্র্যাপ নিলামে বিক্রি হবে। যার টনপ্রতি সংরক্ষিত মূল্য ৫৩ হাজার ৪৮৮ টাকা নির্ধারণ করা হয়।
আগ্রহী ক্রেতারা মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। তবে নিলামে ওই লোহা ক্রয়ে কিছু শর্ত রেখেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শর্তগুলো হলো-আয়রন স্ক্র্যাপের প্রকৃত ব্যবহারকারী শিল্পপ্রতিষ্ঠান নিলামে অংশগ্রহণ করতে পারবেন। নিলামে অংশগ্রহণকারীদের ইন্ডাস্ট্রিয়াল আই.আর.সি হোল্ডার ভ্যাট কমপ্লায়েন্ট হিসেবে বিবেচিত হতে হবে। সর্বোচ্চ দরদাতাকে ৩ লাখ টাকার পে-অর্ডার দাখিল করতে হবে। টন প্রতি হিসেবে নিলাম ডাক অনুষ্ঠিত হবে।
স্ক্র্যাপগুলো খালাসের সময় প্রকৃত ওজনের ভিত্তিতে নিরূপিত মূল্য ও প্রযোজ্য শুল্ককর পরিশোধ সাপেক্ষে পণ্য চালানটি খালাস দেওয়া হবে। এছাড়া ওজন পরিমাপ সংক্রান্ত যাবতীয় ব্যয় নিলামে অংশগ্রহণকারীকে বহন করতে হবে।
পূর্বকোণ/ইব