চট্টগ্রাম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

এভারকেয়ার হাসপাতালে প্রথমবার লেজারের মাধ্যমে শিশুর টনসিলের সার্জারি

নিজস্ব প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:২৩ অপরাহ্ণ

প্রথমবারের মতো লেজারের মাধ্যমে নির্ভুল ও রক্তপাতহীন টনসিলের সার্জারি সম্পন্ন হয়েছে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে। সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়া এক শিশুর এ টনসিলেক্টমি সার্জারি সম্পন্ন করেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে টনসিলের সমস্যায় ভুগতে থাকা ১০ বছর বয়সী ওই কন্যাশিশুকে সার্জারির পরামর্শ দেন চিকিৎসকরা। পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

সম্প্রতি হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডা. এবিএম তোফাজ্জল হোসেনের নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম ওই শিশুর লেজারের মাধ্যমে টনসিলের সার্জারি সফলভাবে সম্পন্ন করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত ও বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে এটি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও জানায় কর্তৃপক্ষ।

চিকিৎসকরা জানান, লেজার টনসিলেক্টমি পদ্ধতি নির্ভুল ও রক্তপাতহীন অপারেশন নিশ্চিত করে। যাতে রোগীদের ঝুঁকি কম থাকে। পাশাপাশি দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। এই পদ্ধতিতে অপারেশনকালে রক্তক্ষরণ মাত্র ১০ মিলিলিটারেরও কম। যেখানে প্রচলিত টনসিলেক্টমি পদ্ধতিতে সাধারণত রক্তক্ষরণ ১০০ মিলিলিটারের বেশি হয়। অস্ত্রোপচারের নেতৃত্ব দেয়া ইএনটি সার্জন ডা. এবিএম তোফাজ্জল হোসেন বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইএনটি চিকিৎসায় এভারকেয়ার হসপিটাল যে মানদণ্ড স্থাপন করেছে, সেজন্য আমরা অত্যন্ত অনন্দিত। আমার অপারেশন থিয়েটার টিম, এনেস্থেসিয়া টিম এবং হাসপাতাল ব্যবস্থাপনা টিমকে এই সাফল্যের জন্য ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ডা. এবিএম তোফাজ্জল হোসেন লেজার প্রযুক্তির সঙ্গে যুক্ত রয়েছেন। গত ১৮ বছরে তিনি বিভিন্ন দেশের খ্যাতনামা হাসপাতালে বহু লেজার সার্জারি সম্পন্ন করেছেন। বর্তমানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে চিকিৎসা প্রদান করছেন।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট