চট্টগ্রাম শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৫

মদ্যপ অবস্থায় সিএনজি চালিয়ে ৩ মোটর সাইকেলকে ধাক্কা, চালক আটক

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৫ অপরাহ্ণ

চকবাজার থানাধীন চট্টেশ্বরী মোড়ে মদ্যপ অবস্থায় সিএনজিচালিত টাক্সি চালিয়ে ৩ মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে চারজনকে আহত করার অভিযোগে চালককে আটক করেছে জনতা। রবিবার (২ ফেব্রয়ারি) রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। আহত চারজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে আহত এক মহিলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। 

 

এই প্রতিবেদন তৈরি করার সময় রাত দশটার দিকে শফিক নামের এক পথচারী পূর্বকোণ অনলাইনকে জানান, মদ্যপান করা সিএনজি চালক অচেতন অবস্থায় সড়কে পড়ে আছেন। ঘটনাস্থলে চকবাজার থানা পুলিশের একটি টিম উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট