চট্টগ্রাম শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম কাস্টমস : গাড়ির আগে ই-নিলামে আরও ৮৩ লট পণ্য

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

সংসদ সদস্যদের জন্য আনা বিলাসবহুল কোটি টাকা মূল্যের ২৪টিসহ মোট ৪৪টি গাড়ির নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। তার চারদিন আগে ১২ ফেব্রুয়ারি আরো ৮৩ লট বিভিন্ন পণ্যের অনলাইন নিলাম অনুষ্ঠিত হবে চট্টগ্রাম কাস্টমসে।

 

নিলামের দর জমা শুরু হয়েছে গত ২৭ জানুয়ারি থেকে, যা চলবে নিলামের দিন ১২ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত। এর আগে অবশ্য ২৮ থেকে ৩০ জানুয়ারি নিলামে অন্তর্ভুক্ত ৮৩ লট পণ্য দেখার সুযোগ রেখেছিল কাস্টমসের নিলাম শাখা।

 

নিলামের ক্যাটালগ সূত্রে জানা যায়, নিলামে ৮৩ লটের পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কাপড়, ছবির এলবাম, ব্যবহৃত হ্যান্ড লুম, ব্যবহৃত স্কেভেটর, ফোম শিট, পেপার, সিমেন্ট, কয়লা, পদ্মা ব্রিজ প্রকল্পের জিও ব্যাগ, হ্যান্ড ব্যাগ, টাইলস, সিরামিক ফুলদানি, মোবাইল ফোনের কাভার ইত্যাদি।

 

কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন পূর্বকোণকে জানান, আগামী ১৬ ফেব্রুয়ারি একটি গাড়ির নিলাম রয়েছে চট্টগ্রাম কাস্টমসে। এর আগে ৮৩ লট বিভিন্ন ধরনের পণ্যে আরেকটি নিলাম রয়েছে। যার মধ্যে নতুন পণ্য রয়েছে আবার আগে নিলামে তোলা হয়েছিল এমন পণ্যও রয়েছে।

 

উল্লেখ্য, নিলামের লজিস্টিক সাপোর্ট দিবে চট্টগ্রাম কাস্টমের নিবন্ধিত সরকারি নিলাম পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান কে এম কর্পোরেশন। প্রসঙ্গত, আমদানিকৃত পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার ৩০ দিনের মধ্যে খালাস না নিলে আমদানিকারককে নোটিশ দেয় কাস্টম কর্তৃপক্ষ। এর ১৫ দিনের মধ্যে পণ্য খালাস না নিলে তা নিলামে তুলতে পারে কাস্টম।

 

এছাড়া মিথ্যা ঘোষণা এবং ঘোষণার বেশি আনা জব্দ পণ্যও নিলামে তোলা যায়। আবার মামলাসহ নানা জটিলতায় বন্দর ইয়ার্ডে বাড়ে কনটেইনারের সারি। তৈরি হয় কনটেইনার জট। দিনের পর দিন কনটেইনার পড়ে থাকলেও বন্দর কর্তৃপক্ষ চার্জ পায় না।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট