চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ : চাকা ঘুরল প্রবাল-সৈকতের

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুই জোড়া নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়েছে।

 

শনিবার (১ ফেব্রুয়ারি) ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নতুন ট্রেন সৈকত এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। আধঘণ্টা বিলম্বে পৌঁছায় সকাল সাড়ে ১০টায়। এরপর নির্ধারিত সময়ের আধঘণ্টা পর সকাল ১১টায় আরেক নতুন ট্রেন প্রবাল এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার রেলওয়ে স্টেশন ছেড়ে আসে।

 

রেলপথ উদ্বোধনের ১৪ মাস পর পাওয়া নতুন দুই ট্রেনে আনন্দ-উচ্ছ্বাস নিয়েই ভ্রমণ করেন চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষ। গত ২০ জানুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুই জোড়া নিয়মিত ট্রেন-প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস চলাচলের সময়সূচি চূড়ান্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ। ওই দিনই রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের এসিওপিএস কামাল আখতার হোসেন অফিস আদেশে স্বাক্ষর করেন।

 

অফিস আদেশে বলা হয়, কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকার যাত্রী এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুই জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা ১ ফেব্রুয়ারি থেকে চলাচল করবে। ট্রেন দুটি হলো- ৮২১/৮২৪ (সৈকত এক্সপ্রেস) ও ৮২২/৮২৩ (প্রবাল এক্সপ্রেস)। ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার।

 

১ ফেব্রুয়ারি থেকে সৈকত এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮২১) প্রতিদিন সকাল ৬টা ১৫মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সকাল ৯টা ৫৫মিনিটে কক্সবাজার পৌঁছাবে। প্রবাল এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮২২) কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে সকাল ১০টা ৩৫ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে ২টা ২৫ মিনিটে।

 

চট্টগ্রামে আসার পর প্রবাল এক্সপ্রেস দুপুর ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌঁছাবে। সৈকত এক্সপ্রেস ট্রেনটি রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে রাত ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছাবে। প্রতিটি ট্রেন ১৬টি কোচ নিয়ে চলাচল করবে। আসন থাকবে ৭৪৩টি।

 

ট্রেন দুটির মধ্যে সৈকত এক্সপ্রেস ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে। অন্যদিকে প্রবাল এক্সপ্রেস থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ এবং রামু স্টেশনে।

 

সৈকত ও প্রবাল এক্সপ্রেসে ৪ ধরনের আসন ব্যবস্থা আছে। এর মধ্যে ফার্স্ট ক্লাস সিট ও ফার্স্ট ক্লাস চেয়ারের টিকিট মূল্য পড়বে ৩৪০ টাকা। এছাড়া শোভন চেয়ারের টিকিট মূল্য ২২৫ টাকা এবং শোভন আসনের টিকিট মূল্য ১৮৫ টাকা ধরা হয়েছে। যা চট্টগ্রাম-কক্সবাজার সড়কপথে বাসের ভাড়ার চেয়ে কম।

 

২০২৩ এর নভেম্বরে দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধনের পর ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস নামে একটি ট্রেন চালু শুরু হয় ওই বছরের ১ ডিসেম্বর। এরপর ২০২৪ এর ১০ জানুয়ারি পর্যটক এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন চালু করা হয়।

 

গত বছরের ৮ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি ঈদ স্পেশাল ট্রেন চালু করা হলেও এই রুটে কোনো নিয়মিত ট্রেন ছিলো না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চালুর বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট