চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

শিশুর মধ্যে শিক্ষার প্রদীপ্ত ছড়িয়ে দিতে সকলকে কাজ করতে হবে

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৪ | ৭:১৪ অপরাহ্ণ

আজকের শিশু আগামী দিনে জাতির কর্ণদ্বার। তাই শিশুদের মধ্যে শিক্ষার প্রদীপ্ত ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন। মঙ্গলবার (১২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর কোরবানীগঞ্জ বলুয়ার দীঘির পাড়ের সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের সকল শ্রেণীর ক্লাস পার্টি উপলক্ষে বার্ষিক আনন্দ আয়োজনে এইসব কথা বলেন বক্তারা।

স্কুলের প্রিন্সিপাল মিসেস সুরাইয়া আক্তারের সভাপতিত্বে ও বিশিষ্ট কবি, উপস্থাপিকা জয়িতা হোসাইন নীলুর সঞ্চালনায় এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্কুলের অন্যতম পরিচালক বিশিষ্ট লেখক ও সংগঠক মুহাম্মদ নোমান লিটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মিসেস সামিনা লোকমান, মাঈনুদ্দীন মাঈনু ও ডলি আক্তার।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল নৃত্য, সংগীত ও গজল প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, মার্বেল ও বিস্কুট দৌড়, অভিভাবকদের জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। সবশেষে পুরস্কার বিতরণ ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট