চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে এইচএসসিতে ফেল থেকে পাস ১০১ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৪ | ৬:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামে এবারের এইচএসসি পরীক্ষায় আরও ১০১ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন। সবমিলিয়ে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৫৫৭ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশ করে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান জানান, এবার এইচএসসির ২২ হাজার ৩২৪ পরীক্ষার্থী ৬৮ হাজার ২৭১টি উত্তরপত্রের পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে এক হাজার ৮৪৬টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাস করেছে ১০১ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৬১ শিক্ষার্থীর। মার্কস বাড়লেও ফেল থেকে ফেল রয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৭১ জন। গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়।

২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৮২টি কলেজের এক লাখ ছয় হাজার ২৯৮ শিক্ষার্থী অংশ নেন। ১৫ অক্টোবর প্রকাশিত ফলে চট্টগ্রামে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ২৬৯ জন। এর মধ্যে ছাত্রী পাঁচ হাজার ৭৫৯ এবং ছাত্র চার হাজার ৫১০ জন। 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট