চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্ত্রীর পাওনা পরিশোধের শর্তে জামিন আইনজীবীর

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০১৯ | ২:১৪ পূর্বাহ্ণ

স্ত্রীর দায়ের করা মামলায় জামিন লাভ করেছেন এক আইনজীবী। তাঁর নাম জসিম উদ্দিন। গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর জজ জান্নাতুল ফেরদৌস অভিযুক্তের জামিন মঞ্জুর করেন। আদালতসূত্রে জানা যায়, ২০১৮ সারের ২৪ জুন তাঁকে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে, এবছরের ৬ ফেব্রুয়ারি যৌতুক দাবির অভিযোগে ট্রাইবুনালে মামলা দায়ের করেন স্ত্রী আয়শা সুলতানা সুমি। গতকাল অভিযুক্ত আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত স্ত্রীর পাওনা পরিশোধের শর্তে জামিন মঞ্জুর করেন। এর আগে অভিযুক্ত উচ্চ আদালতের নির্দেশে ট্রাইবুনালে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন জানালে

ট্রাইবুনাল ২৩ এপ্রিল জামিন মঞ্জুর করেন। কিন্তু স্ত্রীর পাওনা পরিশোধ না করার অভিযোগ করে জামিন বাতিলের আবেদন জানানো হয় গতকাল। জামিন বাতিলের পর অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত শর্তসাপেক্ষে অভিযুক্তের জামিন মঞ্জুর করেন।

এদিকে, স্ত্রী সুমির সাথে জসিমের তালাক হয়। জসিম পটিয়া চক্রশালার মৃত নুরুচ্ছাফার ছেলে। ২০১৩ সালে একই উপজেলার দক্ষিণ হরণার সুমির সাথে তাঁর বিয়ে হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট