চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হুলাইন ছালেহ-নূর কলেজের সুবর্ণজয়ন্তী পুনর্মিলনীর উদ্যোগ

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

হুলাইন ছালেহ-নূর ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তিতে (১৯৬৯-২০১৯) সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে ১১ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম শহরের মহিলা কলেজ, চট্টগ্রাম মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রাথমিক মতবিনিময় সভায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে সুবর্ণ জয়ন্তী এবং প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলন অনুষ্ঠানের প্রস্তাব কলেজ কর্তৃপক্ষের নিকট পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবু তাহের চৌধুরী। সভায় বক্তব্য রাখেন কলেজের প্রথম ব্যাচের ছাত্র বাবুল কান্তি মজুমদার, দ্বিতীয় ব্যাচের ছাত্র মোহাম্মদ ইউসুফ, এডভোকেট মুজিবুর রহমান খান, অধ্যাপক নারায়ণ চৌধুরী, মোহাম্মদ মুসা খান, অধ্যক্ষ আবু তৈয়ব, আমজাদ হোসেন খান, আহসানুল করিম, নেছার আহমদ খান, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ। কলেজ কর্তৃপক্ষের সাথে সমন্বিত কর্মসূচি গ্রহণ করে আগামী ডিসেম্বর মাসে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন কর্মসূচি পালনের মাধ্যমে কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলন অনুষ্ঠান করার প্রস্তাব গৃহিত হয়। এ লক্ষে ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১ টায় কলেজ প্রশাসন ও শিক্ষক পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পুনর্মিলন অনুষ্ঠানের সুবিধার্থে আগামী ৩০ অক্টোবর ২০১৯ এর মধ্যে হুলাইন ছালেহ-নূর ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট