চট্টগ্রাম রবিবার, ২৬ মার্চ, ২০২৩

সর্বশেষ:

১৬ জানুয়ারি, ২০২৩ | ১০:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

স্বর্ণ চোরাচালান মামলায় ফটিকছড়ির বাশারের ১০ বছরের কারাদণ্ড

পতেঙ্গা থানার একটি স্বর্ণ চোরাচালান মামলায় মো.খায়রুল বাশার (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি মো. আবদুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালে ১৮ ডিসেম্বর চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আনা ৮৭টি স্বর্ণের পাতসহ বিমানযাত্রী মোহাম্মদ খায়রুল বাশারকে আটক হয়। যার ওজন  ২ কেজি ১১৫ গ্রাম ও তৎকালীন বাজারমূল্য অনুযায়ী এক কোটি ৬ লাখ টাকা। এ ঘটনায় শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার বিশ্বাস বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট