চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

চট্টগ্রামে ৬১ হাইড্রোলিক হর্ন জব্দ, ৮ যানবাহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২২ | ৪:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের অপরাধে ৮টি যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া ৬১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

 

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম বলেন, হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও পরিবহনগুলো এ হর্ন ব্যবহার করছে। এতে সৃষ্টি হচ্ছে শব্দ দূষণ। আজ কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৮টি যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন উপ পরিচালক মো. কামরুল হাসান, সহকারি পরিচালক জাহানারা ইয়াসমিন, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ সরকার, জুনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম প্রমুখ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট