চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেড় ঘণ্টা পর সচল হলো চট্টগ্রাম বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট, ২০২২ | ৫:৩৪ অপরাহ্ণ

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান অবতরণের সময় চাকায় সমস্যা দেখা দিলে রানওয়ে বন্ধ করে দিয়েছিল বিমান কর্তৃপক্ষ।

এই জটিলতায় রবিবার (৭ আগস্ট) বিকেল ২টা ২৫ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ ছিল শাহ আমানতে।

সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবাহিনীর প্রশিক্ষণকালে একটি বিমানের চাকায় ত্রুটি দেখা দিয়েছিল। এ কারণে দুপুর ২টা ২৫ মিনিটে অন্যান্য ফ্লাইট ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর সবকিছু স্বাভাবিক হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট