চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নিজস্ব সংবাদদাতা

৬ আগস্ট, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক গ্রাম পুলিশকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত ৪ আগস্ট রবিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জহির উদ্দিন।
ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক গ্রাম পুলিশ আমির হোসেন (৪২) উপজেলা পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আশরাফ মিয়ার পুত্র। মানসিক ভারসাম্যহীন নারী নাসিমা আক্তার (১৮) কুমিল্লার মুরাদ নগরের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মানসিক ভারসাম্যহীন ওই নারী পদুয়া তেওয়ারীহাটে রাতে ঘুরাফিরা করছিল। এক পর্যায়ে গ্রাম পুলিশ আমির হোসেনের দৃষ্টিতে পড়ে। কৌশলে তাকে সিএনজি ট্যাক্সিতে তুলে তেওয়ারীহাটের অদূরে নয়া পাড়ায় নিয়ে যায়। সেখানে অবস্থানরত অপর এক ব্যক্তিও গ্রাম পুলিশের যোগ দেয়। ওই নারীকে এলাকার এক আখ ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম ওই নারী শোরচিৎকার করলে গ্রাম পুলিশসহ অপর ব্যক্তি পালিয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পারেন।
পরে পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী বিষয়টি জানতে পেরে সোমবার সকালে গ্রাম পুলিশকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে ওই নারীসহ গ্রাম পুলিশকে পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোপর্দ করেন।
সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ গ্রাম পুলিশকে আটক করে থানা হেফাজতে আসেন। এ ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লোহাগাড়া উপজেলা গ্রাম পুলিশ সমিতির সভাপতি জহির উদ্দিন এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট