চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ সংবাদদাতা

২৬ মে, ২০২২ | ১১:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে একনলা বন্দুক, গুলির খোসা এবং রামদাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা কথিত ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার (২৬ মে) ভোরে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২ নম্বর ক্যাম্প থেকে তাদেরকে আটক করে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক ব্যক্তিরা হলেন- উনচিপ্রাং ক্যাম্পের জালাল আহমদের ছেলে মোহাম্মদ জোহান (২৪) ও মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ নুর (৩৭)।

বিষয়টি নিশ্চিত করেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক।

পূর্বকোণকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোহান ও মোহাম্মদ নূরকে আটক করা হয়। এসময় উভয়ের হেফাজত হতে একটি একনালা বন্দুক, একটি রাবার বুলেটের খোসা ও একটি দা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক রোহিঙ্গারা কথিত ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য এবং ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে জানা যায়। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/কাশেম/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট