চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২২ | ৮:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৭ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ মে) পাহাড়তলীর ডিটি রোট ও পোর্ট কানেকটিং রোড এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, পাহাড়তলীতে সংযোগ সড়কের উভয়পাশে সড়ক ও ফুটপাত দখল করে পুরাতন লোহা ও মেশিনারী সামগ্রীর ব্যবসা পরিচালনার দায়ে এসব জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট