চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করলো চসিক

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২২ | ৮:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বায়েজিদের শেরশাহ কলোনি, টেক্সটাইল মোড় এলাকায় ফুটপাত ও নালার ওপর থেকে অবৈধ দোকানপাট অপসারণ করা হয়েছে । সোমবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

অভিযানে কোতোয়ালীর রিয়াজ উদ্দিন বাজারে মরিয়ম বশির মার্কেটের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের কার্যক্রম তদারকি করা হয়। এই সময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ ভঙ্গ এবং টিকা সনদ ছাড়া গ্রাহকদের খাবার পরিবেশনের দায়ে জামালখানস্থ গ্র্যান্ড সিকদার হোটেলকে ৫ হাজার টাকা ও স্বাস্থ্যবিধি না মানায় তিন ব্যক্তিকে ১হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। অভিযানে  র‌্যাব-৭, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট