চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে পুলিশ দেখে পালানোর সময় ইয়াবাসহ ৩ যুবক ধরা

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২২ | ২:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বন্দর থানাধীন মুন্সিপাড়ায় একটি ভবন থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- বরগুনার বামনা থানার মো. আলতাফ হোসেনের ছেলে মো. হারুন (৩৩), বাগেরহাটের মোড়লগঞ্জ থানার সন্ন্যাসীবাজার এলাকার মতিউর রহমানের ছেলে মো. মনিরুল ইসলাম (৩৪) ও ফেনীর দাগনভূঁঞা থানার মো. আবুল হোসেনের ছেলে মোস্তফা তারেক বাবু (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে মুন্সিপাড়া এলাকার একটি ভবনে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানো সময় তিন যুবককে গ্রেপ্তার করা হয়। পরে হারুনের কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ও নগদ ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। তবে এ সময় মো. আজাদ (৩২) নামের এক যুবক কৌশলে পালিয়ে গেছে।

জিজ্ঞাসাবাদে হারুন জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো মনিরুল ইসলাম ও মোস্তফা তারেক বাবুর সহায়তায় বিক্রির জন্য অবস্থান করছিল সে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট