চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বহদ্দারহাটে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাক্তাই খালের হাজিরপুল অংশে উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০১৯ | ২:০৩ অপরাহ্ণ

নগরীর চাক্তাই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আজ সোমবার (২২ জুলাই) সকালে চাক্তাই খালের বহদ্দারহাট পুলিশ বক্স অংশে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

তবে এখানে স্থাপনা নির্মানকারীরাই নিজেদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ শুরু করায়, চাক্তাই খালের বাড়ৈইপাড়া হাজিরপুল সংলগ্ন এলাকায় সিডিএ অভিযান চালাচ্ছে।

জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ অভিযানের নেতৃত্ব দেন।

সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী পূর্বকোণকে বলেন, চাক্তাই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ অভিযান বিকাল ৪টা পর্যন্ত চলবে।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, সিডিএ’র জলাবদ্ধতা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক হামিদুল হক ও সেনাবাহিনীর কর্মকর্তারা।

এখানে বহুতল ভবনসহ ছোটবড় মিলে নগরীর এ গুরুত্বপূর্ণ খালে ১৮০টি অবৈধ স্থাপনা রয়েছে। এরমধ্যে একতলা থেকে বহুতল ভবন রয়েছে ৫৬টি, ৫৩টি টিনশেড স্থাপনা, ৪০টি কাঁচা ঘর ও ৩১টি সেমিপাকা ঘর রয়েছে বলে জানায় সিডিএ। চাক্তাই খালেল অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বামন শাহী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সিডিএ সূত্র জানায়, এই ১৩টি খালে মোট ৮৬৬টি অবৈধ স্থাপনা রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি অবৈধ রয়েছে ফইল্ল্যাতলি বাজারের গয়নাছড়ি খালে। এই খালে অবৈধ স্থাপনা রয়েছে ২১০টি। চাক্তাই খালে অবৈধ স্থাপনা ১৮০টি, নোয়াখালে ৮৬টি, ডোমখালী খালে ৭২টি, বির্জাখালে ৭১টি, ত্রিপুরা খালের ৫৭টি, খন্দকিয়া খালে ৪৫টি, টেকপাড়া খাল ৩৯টি, বামন শাহী খালে ২৮টি, মহেশখালী ও মরিয়ম খালে ২৬টি অবৈধ স্থাপনা রয়েছে। এছাড়া মহেশখালে ২৫টি, রাজাখালী-২ খালে ১১টি অবৈধ স্থাপনা রয়েছে।

উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসনে গৃহীত ‘মেগা প্রকল্পের’ অংশ হিসেবে খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। চলতি মাসের দুই তারিখ রাজাখালী (১) খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু করে সিডিএ।

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট