চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে কাউন্সিলরের ভুয়া সনদ দিয়ে টাকা হাতাতেন তিনি

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২১ | ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদে কাউন্সিলরের প্রত্যয়নপত্র ও চারিত্রিক সনদ বিক্রির অভিযোগে আবু তাহের (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ১টায় বায়েজিদ থানাধীন জেলা পরিষদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু তাহের নগরীর কুলগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।তিনি বলেন, ‘গ্রেপ্তার আবু তাহের কাউন্সিলরের প্রত্যয়নপত্র ও চারিত্রিক সনদপত্র দিয়ে লোকজনের কাছ থেকে টাকা নিতেন। বিশেষ করে গার্মেন্টেসে চাকরির জন্য চারিত্রিক সনদপত্র দরকার হয়। সেগুলো সে বিক্রি করতো। এসব ব্যাপারে আমাদের কাছে অভিযোগ ছিল। গতকাল রাতে অভিযান চালিয়ে জেলা পরিষদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি। এ সময় তার কাছ থেকে বেশকিছু ওয়ার্ড কাউন্সিলরের ভুয়া প্রত্যয়নপত্র ও চারিত্রিক সনদপত্র জব্দ করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট