চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

প্রবর্তক মোড়ে করোনা প্রতিরোধক বুথ চালু

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২১ | ১০:৫৮ অপরাহ্ণ

সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বাড়াতে নগরীর প্রবর্তক মোড়ে করোনা প্রতিরোধক বুথ চালু করা হয়েছে। এটিএম বুথের আদলে নির্মিত এই বুথে হাত বাড়ালেই মিলবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। পুরনো মাস্ক নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে হ্যান্ড স্যানিটাইজ করে পরা যাবে নতুন মাস্ক।

সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে নগরীর প্রবর্তক মোড়ে করোনা প্রতিরোধক এই বুথ চালু করা হয়েছে। সোমবার (১২ জুলাই) এটি চালু করেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর।

এ সময় বাবর বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের বিকল্প নেই। এই কারণে আমরা এই বুথ চালু করেছি। মাত্র ৭০০ টাকা খরচ করে দিনে ৫০০ মানুষকে সুরক্ষা সেবা দেয়া যাবে এই বুথের মাধ্যমে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, হোসাইন আহমেদ রুবেল, রুবেল সিকদার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনির ইসলাম।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট