চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সাগরে মাছ ধরতে গিয়ে জরিমানা গুনল ১৫ ফিশিং বোট

কর্ণফুলী সংবাদদাতা

১২ জুলাই, ২০২১ | ৯:৫৪ অপরাহ্ণ

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে অবৈধভাবে মৎস্য আহরণ করতে যাওয়ায় ১৫টি ফিশিং বোটকে ১ লাখ ১৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে। পোড়ানো হয়েছে ৩০ লাখ টাকার জাল।

সোমবার (১২ জুলাই) সকাল হতে দুপুর পর্যন্ত বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন।

তিনি বলেন, বঙ্গোপসাগরে মৎস্য আহরণে সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার দায়ে অভিযানে ১৫টি ফিশিং বোট আটক করা হয়। এ সময় ১৫০টি মৎস্য আহরণের নিষিদ্ধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এছাড়া চট্টগ্রাম সমুদ্র উপকূলীয় আকমল আলী ঘাট হতে ১২০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তরের উপপরিচালক মো. আবদুর রউফ বলেন, অভিযান শেষে জব্দকৃত মাছগুলো নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। জব্দকৃত অবৈধ জালগুলো নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট