চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২ পথচারীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২১ | ৯:৩৪ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২ পথচারীকে দেড় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ১২ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এই অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, নগরীর ঈদগাঁহ, নয়াবাজার বিশ্বরোড, হালিশহর রোড, সবুজবাগ, ফইল্ল্যাতলী বাজার, হালিশহর আবাসিক এলাকা ও সরাইপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে  স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২ পথচারীকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এই সময় নগরবাসীর মাঝে মাস্ক বিতরন করা হয় এবং করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট