চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

গভীর রাতে রিকশা আটকিয়ে ছিনতাই করে তারা

নিজস্ব প্রতিবেদক

৭ জুন, ২০২১ | ৮:৩৮ অপরাহ্ণ

আকবরশাহে রাতেরবেলা এ কে খান বাস কাউন্টারে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীদের টার্গেট করে ছিনতাই করত একটি চক্র। ছিনতাইয়ের শিকার পথচারীদের একটু এদিক ওদিক হলেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করত ছিনতাইকারীরা। রবিবার (৬ জুন) রাতে  ছিনতাইয়ের শিকার খাইরুল ইসলাম নামের একজনের অভিযোগের ভিত্তিতে এই চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আকবরশাহ থানার ওসি মো.জহির হোসেন।

গ্রেপ্তারকৃত মো. সম্রাট (২০) আকবরশাহ থানার উত্তর কাট্টলী জাকের আলী সওদাগর বাড়ির মৃত শাহ আলমের ছেলে।

ওসি মো.জহির উদ্দিন বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত খাইরুল ইসলাম শনিবার রাতে অফিসের কাজে ঢাকায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। পথে নিউ মনসুরাবাদস্থ কর্নেলহাট মদিনা মার্কেটের সামনে তার রিকশার গতি রোধ করে  নগদ ৮ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে নেয় চার জন। এসময় তাকে ছুরি দিয়ে আঘাত করে তারা। রবিবার রাতে এ ঘটনায় ছিনতাইকাজে ব্যবহৃত টিপ ছোরা ও ছিনতাইকৃত মোবাইল ফোনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট