চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম লালদীঘি মাঠে দেয়ালের একাংশে ধস

নিজস্ব প্রতিবেদক

৬ জুন, ২০২১ | ৯:০৫ অপরাহ্ণ

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের লালদীঘি মাঠে দেয়ালের একাংশ ধসে পড়েছে। এতে মাঠের উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মিত কয়েকটি ম্যুরাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ রবিবার (৬ জুন) বিকালে দেয়ালটির একাংশ ধসে পড়ে।

এ বিষয়ে লালদিঘী মাঠের উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. জালাল উদ্দিন জানান, লালদীঘির মাঠে উন্নয়ন কাজের অংশ হিসেবে মাঠে ছয় দফা মঞ্চ নির্মাণ, ম্যুরাল স্থাপন, সবুজায়ন, বসার পাকা চেয়ার নির্মাণ, কিডস্ জোন নির্মাণ, ফটক নির্মাণ ও দেয়ালে শিশুতোষ ছবি আঁকা হয়েছে। পাশাপাশি আলোকায়নের কাজ প্রায় শেষের পথে। আজ ভারী বর্ষণের ফলে লালদীঘি মাঠের সীমানা দেয়ালের পাহাড় সংলগ্ন একাংশ নিচের দিকে ধসে গেছে। এতে কয়েকটি ম্যুরাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রকল্পের অধীনে নতুন করে মাঠের ওই অংশে কোনো সীমানা দেয়াল নির্মাণ করা হয়নি।

তিনি আরো জানান, সম্প্রতি সিএমপির হেডকোয়ার্টারের বহুতল ভবন নির্মাণের পাইলিংয়ের কারণে দেয়ালটির কিছু অংশ নড়বড়ে হয়ে পড়ে। ধসে পড়া দেয়ালটি অনেক পুরনো যা গণপূর্ত অধিদপ্তর নির্মাণ করেছিল। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের কাজ শুরু করা হয়েছে। প্রকল্পের কাজ এখনো সমাপ্ত হয়নি, সুতরাং নতুন করে কোন ক্ষতি হলেও তা প্রকল্পের আওতায় সংস্কার করা হবে।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট