চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

বাবুল আক্তারের বিরুদ্ধে জবানবন্দি: নিরাপত্তা চেয়ে মুসার স্ত্রী পান্নার জিডি

 নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২১ | ১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামে মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন মুসার স্ত্রী পান্না আক্তার। মঙ্গলবার (১ জুন) দুপুর সাড়ে ১২টায় রাঙ্গুনিয়া থানায় জিডি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বলেন,  ২০১৬ সালে ঘটনার পর তাকে ফোনে হুমকি দেওয়া হয়। গতকাল তিনি জবানবন্দি দিয়েছেন। তাই নিজের ক্ষতি হতে পারে ভেবে তিনি জিডি করেছেন।

কামরুল ইসলাম শিকদার মুছা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম ঘাগড়া গ্রামের শাহ আলমের ছেলে।তিনি নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন।

এর আগে সোমবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান মো. রেজার কাছে পান্না আক্তার ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট