চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

চমেকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

২ মে, ২০২১ | ৯:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই বহিরাগতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মে) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন-রবিউল ইসলাম রাজু ও মো. হানিফ।

তাদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসক ডা. হাবিবুর রহমান মামলাটি দায়ের করেছিলেন। তিনি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অুনসারী। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চমেক ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে আরেকটি পাল্টা মামলা দায়ের করেন শিক্ষা উপমন্ত্রী নওফেলের অনুসারীরা। রিয়াজুল ইসলাম জয় বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে এই মামলা করেন।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট