চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে যুবক গ্রেপ্তার

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

৪ এপ্রিল, ২০২১ | ১১:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ফেসবুকে লাইভে এসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিমূলক ভিডিও প্রচার করার অভিযোগে মো. নুরুল আজাদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৪ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশ। এর আগে শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ভিডিও লাইভে প্রচার করা হয়। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

নুরুল আজাদ চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজধানী পাড়া পুকপুকুরিয়া এলাকার এনামুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়। পূর্বকোণকে তিনি বলেন, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য লাইভে এসে ফেসবুকে প্রচার করে নুরুল আজাদ। এক পর্যায়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয় সে।

তিনি আরও বলেন, এ ঘটনায় চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর এলাকার ফারুক হোসাইন নামের এক যুবক বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে করা হয়।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট