চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

করোনায় নয় চাচীই হত্যা করেছে কুলছুমাকে

নিজস্ব প্রতিবেদক

৪ এপ্রিল, ২০২১ | ১০:০০ অপরাহ্ণ

চৌদ্দ বছরের কুলছুম আকতার দেড় বছর বয়সে বাবা মারা যাওয়ার পর থেকে কাজ করতেন চাচার বাসায়। মা আরেকজনকে বিয়ে করে চলে গেছে অন্যত্র। গত বছরের জুলাইয়ের ৩ তারিখ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে লাশ দাফনের ব্যবস্থা করছিল স্থানীয়দের সন্দহে খবর যায় থানায়। পরে লাশ পাঠানে হয় ময়নাতদন্তের জন্য। নয়মাস পরে বেরিয়ে আসে শ্বাসরোধে হত্যার রহস্য। কুলছুমের চাচী সুমি আক্তারকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়। আজ রবিবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় চাচী সুমি আক্তার।

আকবরশাহ থানার ওসি মো. জহির হোসেন জানায়, ঘটনার পর থানায় এসে সুমি আক্তার জানায় কুলছুম করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। পরে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে মৃত্যুর কারণ নিশ্চিতে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্তের রিপোর্টে বলা হয়, কুলছুমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে কুলছুমের চাচীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুনের বিষয়টি স্বীকার করেন। মূলত, মেয়ের সাথে ঝগড়া করায় কুলছুমকে গলাটিপে হত্যা করে বলে জানান চাচী সুমি আক্তার ।

পূর্বকোণ / আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট