চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

বান্দরবানে সব পর্যটনকেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি

৩১ মার্চ, ২০২১ | ৬:৩৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় পার্বত্য জেলা বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি জানান, পর্যটনকেন্দ্র বন্ধের পাশাপাশি পর্যটকদের বান্দরবানে বেড়াতে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। সে সাথে জনসমাগম জনসমাবেশসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সীমিত আকারে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন বান্দরবানের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত করছে। জেলা শহরে মাস্ক ব্যবহার না করায় ১০ জনকে জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, গত এক বছরে বান্দরবানে করানোভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ জনের মৃত্যু ও ৯১৮ জন আক্রান্ত হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট