চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস

নিজস্ব প্রতিবেদক 

১৫ মার্চ, ২০২১ | ১:৪০ অপরাহ্ণ

আজ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা বা ক্রেতা অধিকার দিবস। ক্রেতাদের সচেতন করার লক্ষ্যে ও তাদের অধিকার নিশ্চিত করতে প্রতিবছর ১৫ মার্চ সারাবিশ্বে গুরুত্বের সাথে দিবসটি পালন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশও গুরুত্বপূর্ণ এ দিবসটি পালন করে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও জাতীয়ভাবে দিবসটির একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। পরে ট্রাক-শো’এর মাধ্যমে দিনব্যাপী শহর প্রদক্ষিণের আয়োজন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট