চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘আইটি খাতে চট্টগ্রামে সুইজারল্যান্ডের বিনিয়োগ প্রত্যাশা’

পূর্বকোণ ডেস্ক

৭ মার্চ, ২০২১ | ৯:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস নেথালি চুয়ার্ড সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। আজ রবিবার দুপুরে চসিক মেয়র দপ্তরে  সাক্ষাতকালে মেয়র ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। আলাপকালে সিটি মেয়র বিশেষভাবে আইটি খাতে সুইজারল্যান্ড সরকারের বিনিয়োগ প্রত্যাশা করেন।

সাক্ষাতকালে মেয়র রাষ্ট্রদূতকে বলেন, শিল্পায়ন ও বহুমাত্রিক বিদেশি বিনিয়োগের উর্বর ভূমি হিসেবে প্রস্তুত চট্টগ্রাম  আশা জাগাচ্ছে স্বর্ণালী আগামীর। এই অর্থনৈতিক সম্ভাবনার প্রেক্ষিতে চট্টগ্রাম শুধু আঞ্চলিক নয়, জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক জংশন হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ ও সুইজারল্যান্ড বন্ধুপ্রতীম রাষ্ট্র। চট্টগ্রাম নগরীর উন্নয়নে যেকোনো ধরনের সুযোগ সুবিধা পেতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে জোরালো ভূমিকা রাখবে। স্বাধীনতা লাভের পর ১৯৭২ এর ১৩ মার্চ বাংলাদেশকে সুইজারল্যান্ডের স্বীকৃতির কথা শ্রদ্ধাভরে স্মরণ করি। আমরা এখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। আশা করছি, আমাদের এই উৎসবে আপনাদেরও পাশে পাবো।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম প্রমুখ।

পূর্বকোণ / আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট