চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লালদিয়ার চরে উচ্ছেদে সময় মাত্র ২০ দিন

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:১২ অপরাহ্ণ

লালদিয়ার চরে এখনো প্রায় ৫৭ একর জায়গা অবৈধ দখলের মাধ্যমে বসবাস করছে প্রায় ১০ হাজার মানুষ। গত ডিসেম্বরে পাঠানো হাইকোর্টের আদেশ অনুযায়ী দুই মাসের ওই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ৯ মার্চের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। হাইকোর্টের সেই আদেশ মানতে বন্দর কর্তৃপক্ষের হাতে সময় আছে আর মাত্র ২০ দিন। এই সময়ের মধ্যে ওই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে বন্দর কর্তৃপক্ষকে। বন্দর সূত্র থেকে জানা যায়, লালদিয়ার চরের ১২ ও ১৩ নম্বর ব্লকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রায় ৭২ একর জায়গা অবৈধ দখলে ছিল। এর মধ্যে ২০১৯ সালের ২২ এবং ২৩ জুলাই দুইদিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ১৫ একর জায়গা উদ্ধার করা হয়েছিল। বর্তমানে সেখানে আরো প্রায় ৫৭ একর জায়গা অবৈধ দখলে রয়েছে। যেখানে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করছে। দুই মাসের ওই জায়গার অবৈধ দখলদারদের উচ্ছেদ করে হাইকোর্টকে জানাতে নোটিশ দেওয়া হয়েছিল।

এই উচ্ছেদের বিষয়ে গত সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বিদ্যুৎ, ওয়াসা, ফায়ার সার্ভিস, র‌্যাব ও পুলিশ কর্মকর্তাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাইকোর্টের দেয়া সময়ের মধ্যে কীভাবে অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে সে বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক পূর্বকোণকে জানান, বন্দর কর্তৃপক্ষ লালদিয়ার চরের অবৈধ দখলদারদের উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাও করা হয়েছে। ওই স্থানের থাকা বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বন্ধ করার প্রক্রিয়া চলছে। এছাড়া গণবিজ্ঞপ্তি জারি করে অবৈধ দখলদারদের সরে যাওয়ার আহবান জানানো হয়েছে। এর পরও যারা বন্দরের জায়গায় অবৈধ দখলে থাকবে তাদের উচ্ছেদ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট