চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নৌ বাণিজ্য দপ্তর চট্টগ্রামের নিজস্ব ভবন তৈরি হবে

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২১ | ২:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটি সংলগ্ন রেলওয়ে মসজিদের পাশে ৫ দশমিক ৫৮ কাঠা খালি জায়গা নৌ বাণিজ্য দপ্তর চট্টগ্রামের নামে বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে বন্দর চেয়াম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ নৌ বাণিজ্য দপ্তর চট্টগ্রামের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দিন আহমেদ এর কাছে এ সংক্রান্ত দলিল হস্তান্তর করেছেন। এ অনুষ্ঠানে নৌ পরিবহন অধিদপ্তর ঢাকার মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন এবং নৌ পরিবহন অধিদপ্তর ঢাকার চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার এম মঞ্জুরুল কবির উপস্থিত ছিলেন।

নগরীর বাংলাবাজার রোডের বন্দর এক নম্বর জেটি সংলগ্ন রেলওয়ে মসজিদের পাশে বন্দরের ওই খালি জায়গায় নৌ বাণিজ্য দপ্তর চট্টগ্রামের নিজস্ব ভবন তৈরি করা হবে। বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ও বিদেশি পতাকাবাহী আসা জাহাজের বিপরীতে অনাপত্তি ও  ওয়েভার সনদ প্রদানসহ সকল সেবাই ডিজিটালাইজ করেছে নৌ বাণিজ্য দপ্তর। এছাড়া অনলাইন বা ইপেমেন্ট এর মাধ্যমে সরকারি সকল সেবা নিশ্চিত করা হয়েছে। ফলে সরকারি এই প্রতিষ্ঠানের রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়াসহ ফিশিং বোট কার্গো বোট, ফিশিং ট্রলার, ট্যাংকার, কার্গো, কন্টেইনার, হোমট্রেড, যাত্রীবাহী নৌযান ও বাংলাদেশ পতাকাবাহী বিদেশগামী জাহাজের সার্ভে ও রেজিস্টেশনের সংখ্যা বহুগুনে বৃদ্ধি পেয়েছে।

এদিকে নৌ বাণিজ্য দপ্তর চট্টগ্রামের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দিন আহমেদ নগরীর আগ্রাবাদের মোগলটুলি মৌজায় শত কোটি টাকার সরকারি বেদখল জায়গা ভূমিদস্যূদের হাত থেকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এছাড়া হোটেল রেডিসন ব্লু- এর সন্নিকটে প্রায় বেদখল হওয়া জড়াজীর্ণ মেরিন হাউস বা প্রিন্সিপাল অফিসারর্স বাংলোর জায়গা নৌ বাণিজ্য দপ্তরের নিয়ন্ত্রণে এনে ওই জায়গায় আধুনিক মেরিন হাউস কমপ্লেক্স নির্মাণের কাজ চলিয়ে যাচ্ছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট