চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিদ্যুৎস্পৃষ্ট ও পা‌নি‌ডুবিতে দু’জ‌নের মৃত্যু, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০১৯ | ১০:১৬ অপরাহ্ণ

রাঙামাটি জেলার কাপ্তাই‌ উপজেলার শীলছ‌ড়ি এলাকায় কর্ণফুলী‌তে ডু‌বে একজন নিহত ও অপর একজন নি‌খোঁজ হয়েছেন। একই উপজেলার চিৎমর‌মে বিদ্যুৎস্পৃ‌ষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘ‌টেছে।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) কর্ণফুলী নদীতে কাপ্তাই‌য়ের শীলছ‌ড়ি এলাকায় ‌গোসল কর‌তে নে‌মে পা‌নি‌তে ডু‌বে আনোয়ারুল আরেফিন অনু (১৯) না‌মের এক পর্যটকের মৃত্যু হয়। একই সম‌য়ে তার সা‌থে গোসল কর‌তে নে‌মে নি‌খোঁজ র‌য়ে‌ছেন হা‌মেদ হাসান (৩০) না‌মের তার ‌আরেক বন্ধু। ‌বি‌কে‌লে নৌবা‌হিনীর ডুবু‌রিরা আরে‌ফি‌নের লাশ উদ্ধার কর‌লেও রাত সা‌ড়ে আটটা পর্যন্ত হাসা‌নের হ‌দিস মে‌লে‌নি।

অন্যদিকে, একই উপজেলার চিৎমরম এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে মারা গে‌ছেন ইকবাল হো‌সেন কালু (১৬) না‌মের এক তরুণ।

স্থানীয় পু‌লিশ জানায়, কাপ্তাইয়ের শীলছড়ির বাংলাদেশ টিম্বার এন্ড প্লাইউডের মহাব্যবস্থাপকের এক আত্মীয় চট্টগ্রামের হালিশহর থেকে স্বপরিবারে বেড়াতে আসেন। দুপুরের পর তার ছেলে আনোয়ারুল আরেফিন অনু ও চট্টগ্রামের চকবাজারের বাদুরতলার মো. কায়কোবাদের ছেলে হামেদ হাসান পা‌শের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। খবর পে‌য়ে ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৪টায় আনোয়ারুল আরেফিনের মরদেহ নদী থে‌কে উদ্ধার করে। রাত সা‌ড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়েও হামেদ হাসানকে উদ্ধার করতে পা‌রে‌নি ডুবুরিরা। তবে উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে বলে জানান কাপ্তাই‌য়ের ইউএনও আশ্রাফ আহ‌মেদ রা‌সেল।

অন্যদিকে, চিৎমরম মুসলিমপাড়া এলাকায় এক‌টি বৈদ্যুতিক খুঁটি‌তে ত্রু‌টি সারা‌তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে মারা গে‌ছেন ইকবাল হো‌সেন কালু (১৬)। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে চন্দ্র‌ঘোনা খ্রিস্টিয়ান হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসকরা মৃত ঘোষণা ক‌রেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট